“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।”

Wellcome to National Portal

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম / আদাব,  জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট এর তথ্য বাতায়নে আপনাকে সু-স্বাগতম। ধন্যবাদান্তেঃ- জেলা সমবায় কর্মকর্তা, জয়পুরহাট।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা 


সমবায়ের যাদুর পরশ,

‘‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।.... ভাইয়েরা আমার-আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি।’’--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আমাদের অর্জনসমুহ

২০২০-২০২১খ্রি: সন

আমাদের অর্জনসমূহঃ

খাতসমূহ  আদায় মন্তব্য
অডিট ফি ৩,৯২,৫৪০/- -
সি.ডি. এফ ১,৫১,১৮০/- -
নিবন্ধন ফি ৩৭৯৫০/- -
সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ১৮টি -
সমিতিগুলো নিজস্ব তহবিল হতে ক্ষুদ্র ঋণ খাতে বিনিয়োগ - -

 

নীট মুনাফা হতে লভ্যাংশ বন্টন (২০২০-২০২১)

২০১৯-২০২০সনের অডিটে নীট লাভের ভিত্তিতে সদস্য পর্যায়ে লভ্যাংশ বন্টনের পরিমাণ (আগষ্ট/২০২১)

             ৩৪৩৫৭৫৬/-

 

জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট এর অধীনে একটি ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট রয়েছে। এই ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট বাৎসরিক ক্যালেন্ডার মোতাবেক  এ জেলার ০৫টি উপজেলায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায়ীদের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও জেলায় সমবায়ীদের  বিভিন্ন ট্রেড ভিত্তিক আইজিএ  প্রশিক্ষণ ও সমবায় বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। জেলার ২০২০-২০২১সনে প্রশিক্ষনের হালনাগাদ  তথ্য নিম্নরুপঃ

 

প্রশিক্ষণ ২০২০-২০২১

বিবরণ সংখ্যা অংশগ্রহনকারী

আইজিএ প্রশিক্ষণ:

১. সেলাই প্রশিক্ষণ

২. লিডাশীপ প্রশিক্ষণ

   ০৮টি

০১টি

   ২০০জন

৫০জন

ভ্রাম্যমান প্রশিক্ষণ ২৫টি ৬২৫জন
আঞ্চলিক সমবায় শিক্ষায়তন

কর্মকর্তা- 0

সমবায়ী- ২টি

কর্মকর্তা- ০জন

সমবায়ী- ১০জন

বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা

কর্মকর্তা- 0

সমবায়ী- ০টি

কর্মকর্তা- 0

সমবায়ী- ০জন

অভ্যান্তরীন প্রশিক্ষণ ০৩টি  অফিস কর্মকর্তা/ কর্মচারী

 

জেলা সমবায় কার্যালয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম