“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।”

Wellcome to National Portal

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম / আদাব,  জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট এর তথ্য বাতায়নে আপনাকে সু-স্বাগতম। ধন্যবাদান্তেঃ- জেলা সমবায় কর্মকর্তা, জয়পুরহাট।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা 


সমবায়ের যাদুর পরশ,

‘‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।.... ভাইয়েরা আমার-আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি।’’--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


অনলাইন যোগাযোগ

web: http://cooperative.joypurhat.gov.bd/

email: [email protected]

social facebook: https://www.facebook.com/dcojoy/

Telephone: 022-589915653

Cell phone: 01718815213 (ডিসিও)

জেলা সমবায় কার্যালয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম