“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।”

Wellcome to National Portal

সম্মানিত সুধীআসসালামু আলাইকুম / আদাব,  জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট এর তথ্য বাতায়নে আপনাকে সু-স্বাগতম। ধন্যবাদান্তেঃজেলা সমবায় কর্মকর্তা, জয়পুরহাট

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা 


সমবায়ের যাদুর পরশ,

*****‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।.... ভাইয়েরা আমার-আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি।।’’--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।****


শিরোনাম
মত বিনিময় সভা
বিস্তারিত

গত ১৪/০৫/২০১৯ খ্রিঃ তারিখে জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট  কর্তৃক জেলার সমবায়ীদের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করা হয়। সমবায় অধিদপ্তর কর্তৃক ০৪/০৪/২০১৯খ্রিঃ তারিখের ১৩৪নং স্মারক পত্রমূলে প্রদত্ত নির্দেশনার প্রেক্ষিতে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। অনারম্বরপূর্ন পরিবেশে অনুষ্ঠিত “সমবায় আইন ও বিধিমালা পরিপন্থি কার্যক্রম প্রতিরোধ” শীর্ষক  এ মত বিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা হতে আগত সমবায়ীদের মাঝে এ ধরনের সভা বিশেষ আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। এ ধরনের সভা অনুষ্ঠান নিয়মিত হওয়া উচিৎ যা সমবায় আইন ও বিধি অনুসরন করে সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে গাইডলাইন ও বিশেষ সহায়ক মর্মে সমবায়ীরা মত প্রকাশ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/05/2019
আর্কাইভ তারিখ
30/05/2019

জেলা সমবায় কার্যালয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম