“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।”

Wellcome to National Portal

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম / আদাব,  জেলা সমবায় কার্যালয়, জয়পুরহাট এর তথ্য বাতায়নে আপনাকে সু-স্বাগতম। ধন্যবাদান্তেঃ- জেলা সমবায় কর্মকর্তা, জয়পুরহাট।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 সমবায়ের যাদুস্পর্শে সোনার বাংলাদেশ বিনির্মাণে মূল্যবোধের চর্চা ও সমবায়ভিত্তিক সমাজ গঠন করে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করি’’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। * *রূপকল্প: টেকসই সমবায়, টেকসই উন্নয়ন। * * * অভিলক্ষ্য: সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা 


সমবায়ের যাদুর পরশ,

‘‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।.... ভাইয়েরা আমার-আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি।’’--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


ভিশন ও মিশন

মূল দর্শন “সমবায়কে একটি টেকসই সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তোলা”

১.  ২০২০সালের মধ্যে জয়পুরহাট জেলার প্রতিটি গ্রামে একটি করে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি নিবন্ধন করা ও গ্রামভিত্তিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখা।

২. ২০২১সালের মধ্যে জয়পুরহাট জেলার প্রতিটি ইউনিয়নে একটি সমবায় বাজার সমিতি প্রতিষ্ঠা করা এবং মানুষের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে সহায়তা করা এবং  কৃষকের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও জনগনের নিত্য ব্যবহার্য্য দ্রব্য সামগ্রী- ন্যায্যমূল্যে  সাধারন জনগনের হাতে পৌছে দেওয়া।

৩. কৃষকের উৎপাদিত ভোগ্যপন্য সরাসরি বাজারজাত করা এবং মধ্যস্বত্বভোগী, দালাল,  মুনাফাখোর ব্যতিরেকে  দ্রব্যমূ্ল্য  ন্যায্যমূল্যে জনগণের হাতে পৌছে দেওয়া।

৪. সমবায়ীদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারজাত করণের লক্ষ্যে জনসাধারন অধ্যুষিত এলাকায় সমবায় স্টল নির্মানে ব্যবস্থা গ্রহন করা।

৫. সমবায়ের মাধ্যমে সমাজে নতুন নতুন কর্ম সংস্থান সৃষ্টি করা ও বেকারত্ব দুরীকরনে ভূমিকা রাখা।

৬. উদ্যোক্তা সৃষ্টি।

৭. শিল্প স্থাপন।

৮.সরকারের রাজস্ব আয় বৃদ্ধি।

৯.কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি।

১০.দেশের লুপ্তপ্রায় কুটিরশিল্প, হস্তশিল্প বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে পুনুরুজ্জিবীত করে উক্ত শিল্পসমূহকে সক্রিয় করা ও  জনগণের মাঝে জাতীয়ভাবে ও অন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করান।

জেলা সমবায় কার্যালয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম